পল্লী সঞ্চয় ব্যাংকের টাঙ্গাইল জেলার মির্জাপুর শাখার শাখা ব্যবস্থাপক/ব্রাঞ্চ ম্যানাজার মোঃ কামরুজ্জামান’এর পদ হইতে বরখাস্তের আদেশ কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
পল্লী সঞ্চয় ব্যাংক এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সহ পাঁচ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
সমবার (১৯ ফেব্রয়ারী, ২০২৪) এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম মিয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
অ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম মিয়া বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের টাঙ্গাইল জেলার মির্জাপুর শাখার শাখা ব্যবস্থাপক/ব্রাঞ্চ ম্যানাজার মোঃ কামরুজ্জামানকে বিগত ১১ জানুয়ারী, ২০২৪ খ্রি. তারিখে চাকরি হতে বরখাস্ত করেন। উক্ত শাখা ব্যবস্থাপক এর বিরুদ্ধে বিগত ০২ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখে একটি বিভাগীয় মোকদ্দমা করা হয় এবং মামলা শেষে চাকরি হতে বরখাস্ত করা হয়। উক্ত বরখাস্তের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রতিকার পেতে উচ্চ আদালতে বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। রিট পিটিশনটি ১৬ ফেব্রয়ারী, ২০২৪ দায়ের করা হয়।