Blog Details

বকেয়া এমপিও বেতন, ভাতা, বোনাস প্রদান না করা কেন অবৈধ হবে

রবিবার (১০ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সাথে সেপ্টেম্বর, ২০১৯ থেকে মে, ২০২২ পর্যন্ত রিটকারীর বকেয়া বেতন, ভাতা, বোনাস, ইত্যাদির সর্বমোট ১২,৫০,৪৮৫/- (বারো লাখ পঞ্চাশ হাজার চারশ পঁচাশি) টাকা সংক্রান্ত সোনালি ব্যাংক পিএলসি, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ এর ম্যানেজার এর নিকট দায়েরকৃত ০২/১১/২০২৩ খ্রি. তারিখের আবেদনপত্র ৬০ (ষাট) দিনের মধ্যে নিস্পত্তি করার নির্দেশনাও প্রদান করেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক, সোনালি ব্যাংক পিএলসি, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ সহ রাজবাড়ী কলেজের গর্ভণিং বডির সভাপতিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রাজবাড়ী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান সেপ্টেম্বর, ২০১৯ থেকে মে, ২০২২ পর্যন্ত রিটকারীর বকেয়া বেতন, ভাতা, বোনাস, ইত্যাদির সর্বমোট ১২,৫০,৪৮৫/- (বারো লাখ পঞ্চাশ হাজার চারশ পঁচাশি) টাকা প্রদান না করায় উক্ত রিট পিটিশনটি দায়ের করেন। 

আইনজীবী অ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম মিয়া বলেন, রাজবাড়ী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান পূর্বের গর্ভণিং বডির প্রথমে ০২/১১/২০১৯ খ্রি. তারিখে সাময়িক বরখাস্ত ও পরবর্তিতে ২৮/০৭/২০১৯ খ্রি. তারিখে বরখাস্ত করেন। উক্ত বরখাস্ত  বিগত ২৩/১১/২০২১  তারিখে রাজশাহী আপিল-ও-আরবিট্রেশন-কমিটি কর্তৃক অনুমোদিত হয় । পরবর্তিতে বিগত ২৪/১১/২০২১ খ্রি. তারিখে সিনিয়র সহকারি জজ আদালতে উক্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানকে স্বপদে পূনবহাল করার জন্য বাধ্যতামূলক আদেশ প্রদান করেন। উক্ত আদেশ আপিল বিভাগ পর্যন্ত বহাল থাকে। 

অ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম মিয়া আরো বলেন, রাজবাড়ী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান সেপ্টেম্বর, ২০১৯ থেকে মে, ২০২২ পর্যন্ত কর্মরত ছিলেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বকেয়া বেতন, ভাতা, বোনাস সোনালি ব্যাংক পিএলসি, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ শাখায় জমা হলেও অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান এর ব্যাক্তিগত একাউন্টে জমা হয়নি। 

পরবর্তিতে বিগত ০২/১১/২০২৩ খ্রি. তারিখে রাজবাড়ী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান সেপ্টেম্বর, ২০১৯ থেকে মে, ২০২২ পর্যন্ত রিটকারীর বকেয়া বেতন, ভাতা, বোনাস, ইত্যাদির সর্বমোট ১২,৫০,৪৮৫/- (বারো লাখ পঞ্চাশ হাজার চারশ পঁচাশি) টাকা তার একাউন্টে জমা করার জন্য আবেদন করেন কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বকেয়া বেতন, ভাতা, বোনাস এর টাকা জমা করেননি যাহার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান মহামান্য হাইকোর্টে রিট অত্র পিটিশনটি দায়ের করেলে আদালত উপরোক্ত আদেশ প্রদান করেন।