Blog Details

৭ শিক্ষকের এমপিওর আবেদন নামঞ্জুর কেন অবৈধ নয়

কিশোরগঞ্জের বাজিতপুরে সরারচর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সাতজন শিক্ষক-কর্মচারীর করা এমপিওভুক্তির আবেদন কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

শিক্ষকরা হলেন মহিবুল্লাহ আল মাহদী, আলমগীর হোসাইন আব্দুল্লাহ আল মামুন, সাখাওয়াত, মাহবুবুর রহমান, সফিকুল ইসলাম ও সামসুল হক।

মঙ্গলবার (২২ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে এক আবেদনের শুনানি করে এই আদেশ দেন।

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সারোয়ার পায়েল। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ও কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি)-সহ পাঁজনকে বিবাদী করা অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া বলেন, সরারচর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সাতজন প্রভাষক ও কর্মচারী বিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হন এবং ২০১৬ সাল থেকে বিনা বেতনে কাজ করে আসছেন। ২৩ অক্টোবর ২০১৯ কারিগরি ও মাদরাসা বিভাগ সরারচর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটির শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার (এমপিও) সরকারি অংশ প্রদানের জন্য সরকারের সম্মতি লাভ করেন।

বিগত ২০২০ ৫ সালের ৫ ফেব্রুয়ারি সাতজন প্রভাষক এমপিভুক্তির আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ এমপিও আবেদন নিষ্পত্তি করেননি ও এমপিও প্রদানের কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। পরবর্তী সময়ে ওই সাতজন প্রভাষক কারিগরি শিক্ষা অধিদফতরের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দায়ের করেন এবং প্রাথমিক শুনানি শেষে ০৭/১১/২০২১ তারিখে রুল নিশি করেন।

পরে আবেদনকারী জানতে পারেন বিগত ২৮/০২/২০২১ তারিখে এমপিও আবেদন বিবেচনা করা গেল না মর্মে অফিস আদেশ ইতোমধ্যে জারি করা হয়েছে।

২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি এমপিও নামঞ্জুর চ্যালেঞ্জ করে একটি সম্পূরক রুলের প্রার্থনা করা হয়। ওই আবেদনের শুনানি শেষে আজ এই সম্পূরক রুল ইস্যু করেন আদালত। 

News Link:  https://dhakamail.com/law-courts/115269